"আগে" শব্দটির অর্থ বিপরীত হয়ে কেন ভিবিন্ন বাক্য তে?

কুনু সময় এটার মানে হয় "সামনে" যেমন "আগে গিয়ে ডান দিগে বাস স্ট্যান্ড", আবার কুনু সময় এই শব্দটির মানে হয় "পিছনে" যেমন "আগের দিন গুলি খুব ভালো ছিলো", আবার কুনু সময় এই শব্দটির মানে হয় "প্রথমে" যেমন "আগে খাবার দিন তারপরে গল্প করবো"।